শনিবার ০৫ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৫ অক্টোবর ২০২৪ ২১ : ১৫Rajat Bose
মিল্টন সেন, হুগলি: কোনও অবস্থাতেই মানুষের ক্ষতি যেন না হয়। এই লক্ষ্য নিয়েই ডানা মোকাবিলায় কোমড় বেঁধে নেমেছিল জেলা প্রশাসন। কোনও অবহেলা নয়। কাজ চলেছে দিন রাত ২৪ ঘণ্টা। আগে অভিযোগ ছিল, এর আগেও নাকি অনেক দুর্যোগ গেছে। কেউ কখনও খোঁজ নেয়নি। দুয়ারে প্রশাসন এর আগে কখনও আসেনি! এবারে ডানার দুর্যোগ সেই অভিযোগ দূর করল। গভীর রাতে পুরপ্রধানকে সঙ্গে নিয়ে খোদ মহকুমা শাসক পৌঁছে গিয়েছিলেন বাড়ি বাড়ি। দুর্যোগ আসার আগেই সতর্ক করেছিলেন সকলকে। বুঝিয়ে ছিলেন কী করণীয়, কী নয়। একই সঙ্গে দুর্বল বাড়ির বাসিন্দাদের সরানোর ব্যবস্থাও করেছিলেন। বৃষ্টির দুর্যোগ চললেও শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের ঝাপটা লাগেনি জেলা সদরে। তবে প্রশাসনের ভূমিকায় খুশি বাসিন্দারা। হুগলি চুঁচুড়া পুরসভার নয় নম্বর ওয়ার্ড ইমামবাড়া এলাকায় বহু মানুষের বাসস্থানে টালির চাল। অনেকেই আবার ত্রিপল ছাওয়া ঘরেও বাস করেন। অপেক্ষাকৃত দুর্বল পাকা বাড়িতেও থাকেন অনেকেই। তাদের বাড়িতেই দুর্যোগের রাতে পৌঁছে যান সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। সঙ্গে ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়। ছিলেন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, সুপর্ণা সেন, প্রাক্তন চেয়ারম্যান আশিষ সেন প্রমুখ। মহকুমা শাসক ইমামবাড়া হাভেলি, মাঠ বস্তির প্রত্যেকটা বাড়িতে ঢুকে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের অসুবিধের কথা শোনেন। বাসিন্দাদের বলেন ঝড় আসার আগেই স্থানীয় স্কুল বা ইমামবাড়ায় উঠে যেতে। তাদের জন্য সব রকম ব্যবস্থা করা হয়েছে। কারণ বেশি রাতে ঝড় উঠলে তখন ঘর ছেড়ে বেরোনো সমস্যা হয়ে যাবে। দুর্যোগ থেমে গেলে তারা আবার বাড়ি ফিরে আসবেন। মহকুমাশাসকের কথা অনুযায়ী বাসিন্দাদের অনেকেই স্থানীয় একটি স্কুলে আশ্রয় নেন। সেখানেই তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়। এই প্রসঙ্গে ইমামবাড়া সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগে অনেক দুর্যোগ গেছে। ঝড় বৃষ্টি হয়েছে প্রশাসনের কোনও আধিকারিক তাদের খোঁজ নিতে আসেননি। ঘরের চাল উড়ে গেলে বড়জোর পুরসভা থেকে ত্রিপল পেয়েছেন তারা। ডানা ঘূর্ণিঝড়ে তাদের দুয়ারে প্রশাসন এসে হাজির হয়েছে। প্রশাসন বাস্তবেই তাঁদের পাশে রয়েছে, এটা উপলব্ধি করে খুশি বাসিন্দারা।
চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান বলেছেন, মহকুমাশাসক এবং পুরসভার তরফে গঙ্গার তীরবর্তী এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছন হয়েছে। উদ্দেশ্য একটাই, কোনও ক্ষয়ক্ষতি এবং জীবনহানি যাতে না হয়। মানুষকে বলা হয়েছে ঝড় আসতে পারে। তারা যেন নিরাপদ আশ্রয় চলে যান। মহকুমাশাসক বাসিন্দাদের বলেন, আবহাওয়া ভাল আছে, তাই ঘরেই থাকব এমনটা করবেন না। গভীর রাতে যদি ঝড় ওঠে তখন কি করবেন। তাইতো এত রাতে তিনি বলতে এসেছেন। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বাসিন্দাদের সঙ্গে যখন কথা বলছেন মহকুমাশাসক তখন গভীর রাত। একইসঙ্গে বইতে শুরু করেছে ঝোড়ো হাওয়া। তবে রাত অনেক হলেও বিন্দুমাত্র ক্লান্তি ছিল না। সকলের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন, বুঝিয়ে নিরাপদ জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন মহকুমাশাসক নিজেই।
ছবি: পার্থ রাহা।
নানান খবর

নানান খবর

হাওড়ায় থার্মোকলের কারখানায় দাউদাউ আগুন, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

রাম নবমী নিয়ে সম্প্রীতির বার্তা দিলেন ইমামরা, জানালেন ওয়াকফ নিয়ে কঠোর মনোভাব

রাম নবমীকে কেন্দ্র করে তৎপর প্রশাসন, নেওয়া হয়েছে একাধিক সতর্কতা

বিলের মাঝে দুই নৌকার সংঘর্ষ, তলিয়ে গেল ছাত্রীরা, তারপর?

একই ছাদের তলায় বাসন্তী এবং অন্নপূর্ণা পুজো, বিশেষ মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকল কৃষ্ণনগর রাজবাড়ি

রামনবমীর আগে বিরাট সম্প্রীতি মিছিলের সাক্ষী জঙ্গিপুর, একসঙ্গে চলার বার্তা জাকির হোসেনের

ভারতসেরা বাংলা! উৎপাদনক্ষমতায় দেশের সেরা রাজ্যের দুই বিদ্যুৎকেন্দ্র

ভারতীয় ন্যায় সংহিতা আইনে রাজ্যে প্রথম খুনের মামলায় সাজা, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

মা-বাবার ঘরে চুপিসারে ক্যামেরা লাগাল ছেলে! কী ধরা পড়ল ফুটেজে, হাড়হিম হয়ে যাবে

সুপ্রিম কোর্টের নির্দেশে হারিয়েছেন চাকরি, তবু মানে না মন, ক্লাস নিতে কলকাতা থেকে হুগলিতে হাজির শিক্ষক

ছবি তোলার জন্য অজগরের লেজ ধরে টানাটানি! বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন পরিবেশপ্রেমীরা

ভুয়ো সিম কার্ড চালু করে অসৎ উদ্দেশ্যে বিক্রি, গাইঘাটা পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক

বেহাল তারাপুরের বিড়ি শ্রমিকদের হাসপাতাল, ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছে কেন্দ্র, অভিযোগ তৃণমূল সাংসদের

দেওরের পুরুষাঙ্গে কোপ মেরে স্বামীকে নিয়ে চম্পট বৌদির

এপ্রিলেই বঙ্গোপসাগরে দু'টি নিম্নচাপ, একটি পরিণত হতে পারে দানবীয় ঘূর্ণিঝড়ে, এল আবহাওয়ার মেগা আপডেট